অবশেষে ফিরে আসি
ফিরে ফিরে আসি নিজেই নিজের কাছে
একান্তই নিজের ভেতর
ফিরে এলেই খুলে যায় বন্ধ দরজা জানালা
খুলে যায় জীবনের সব বাতাবরণ
উঁকি দেয় যত প্রিয় মুখ
ছড়িয়ে যায় মুখর শব্দ
ও শব্দময়তা ক্রমাগত…
যে সব শব্দে সমস্ত নীরবতা ভেঙে ভেঙে
পেরিয়ে যাই প্রতিটি নির্জন সেতু
পেরিয়ে যাই প্রতিটি পথ ও প্রান্তর
অবশেষে ফিরে আসি
ফিরে ফিরে আসি হাতের মুঠোয় নিয়ে
রঙিন আতসবাজির জ্বলন্ত কাঠি
আর কাগজে মোড়ানো অনন্ত আগুন
এভাবেই ফিরে আসি
ফিরে আসি নিজেই নিজের মুখোমুখি ।