ফুটিতে পারিত গো ফুটিল না সে।
মরমে মরে গেল মুকুলে ঝরে গেল,
প্রাণ ভরা আশা সমাধি পাশে।।
নীরসতা ভরা, এ নিরদয় ধরা,
শুকায়ে দিল কলি, উষ্ণশ্বাসে।
দুদিন এসেছিল দুদিন হেসেছিল,
দুদিন ভেসেছিল, সুখ বিলাসে।।
না হতে পাতা দুটি, নীরবে গেল টুটি
বাসনাময় প্রাণ শুধু পিয়াসে,
সুখ-স্বপন সম, তপ্ত বুকে মম
বেদনা বিজড়িত স্মৃতিটি ভাসে।।