সাফল্য পাবার আগেই যেন আমি ঝরে যেতে পারি
এই কথা বলে এক কবি
বন্ধ করে তার লেখা কবিতার খাতা।
সাফল্যের মানেটা ঠিক পরিষ্কার নয় কবির নিকট
সাফল্য কথাটা খুব গোলমেলে
সাফল্য কাকে বলে কবি ভাবে?
সাফল্য মানে কি শুধু অর্থ প্রাপ্তি জনপ্রিয় খ্যাতি ?
বিপুল প্রচার সব মিডিয়া গুলোতে
নাকি নিজের মতোন করে জীবন যাপন?
নিজের মতোন করে বাঁচা
নিজস্ব ভঙ্গিতে কিছু ভাবা কিম্বা লেখালেখি করা
বন্ধুদের সঙ্গে তুমুল আড্ডা কিম্বা একা হয়ে ঘোরা?
এ সব ভেবেই কবি
পুনরায় ফিরে যায় কবিতার কাছে
এমন জটিল ভাবনা থেকে বুঝি নিস্তার পেতে।