বৃষ্টি হলেই তুমি চলে আস আমার ঘর
না হলে রাত পরী হয়ে তুমি ঘুরে বেড়াও বিভিন্ন নদীর চড়
অনেক ঘুরেছ টালিগঞ্জ থেকে চেতলা হয়ে বর্দ্ধমান ছুঁয়ে ব্যাঙ্গালোর
কোথায় পেলে সত্যি ঘর আর মনে আঁকা একটা বর
ছোট্ট মেয়ে বেলা থেকে যে পুতুলের সাথে বেধেছিলে সই
তারা এখন কই ?
খুব দামী শরীরের গোপন অংশ দিয়েছ বহুজনে বহুবার
সাময়িক তৃপ্তি ছাড়া কি পেলে আর ?
এখনো ফেরার সময় আছে ফিরে যেতে পার তার কাছে আবার ।
শুধু কুহেলিকা মরুচিকা চিনতে শেখ
সে ছাড়া কেউ নেই তোমার
এখনো ফেরার সময় আছে ফিরে যাও তার কাছে
এখনো বিকেল আছে
এরপর সন্ধ্যা নামলে
থেকে যাবে শুধু অন্ধকার ।