ফাগুনে ফুটন্ত ফুল
ফাগের ফোয়ারা ,
ফিঙে ফুকরায় ফিরে ফিরে ।
ফাঁকা ফুলশয্যায়
ফুলবালা ফোঁপায় ।
ফজিরে ফুলদানির
ফুরলো ফিনিক ,
ফুলদল ফ্যাকাশে ;
ফেলি’ ফুলসাজ
ফাগুন ফেরার ।
[ শব্দার্থঃ- ফজির-প্রভাতকাল ]
ফাগুনে ফুটন্ত ফুল
ফাগের ফোয়ারা ,
ফিঙে ফুকরায় ফিরে ফিরে ।
ফাঁকা ফুলশয্যায়
ফুলবালা ফোঁপায় ।
ফজিরে ফুলদানির
ফুরলো ফিনিক ,
ফুলদল ফ্যাকাশে ;
ফেলি’ ফুলসাজ
ফাগুন ফেরার ।
[ শব্দার্থঃ- ফজির-প্রভাতকাল ]