দখিনা বাতাস কড়া নেড়ে দ্বারে জানায় এসেছে চিঠি,
ফাগ মাখা খামে ফাগুনের চিঠি পেয়ে বিস্মিত দিঠি।
এসেছে যে ক্ষণ শীত বিদায়ের জানায় ফাগুন তাই,
রঙের আবেশে মাতাবে ধরণী দেরি আর বেশি নাই।
শীতের পর্ণ ঝরা শেষে তাই নব কিশলয় জাগে,
আম্র মুকুল ছড়ায় ঘ্রাণ প্রজাপতি ঘুরে ভাগে।
ঝুমকো লতার চিকণ পাতায় হালকা রোদের আলো,
অশোক পলাশ শিমুল কিংশুক সাজাবে প্রকৃতি ভালো।
কোকিলের কুহু এখন হতেই জানায় ফাগুন কথা,
বাতাসের সুরে শীতের করুণ বিদায় বাণীর ব্যথা।
শজিনা ঝুলায় ফুলেল বেণী যে কত নবরাগ ঢঙে,
কৃষ্ণচূড়ার ফুলের বাহার মনকে মাতায় রঙে।
নীল দিগন্তে বনবীথি ঘন পুষ্পে পুষ্পে ভরা,
পারুল চম্পা তুলে হিল্লোল সুখে মুখরিত ধরা।
আসবে ফাগুন রঙের আগুন ছড়াবে ভুবন ময়,
গুঞ্জন তুলে অলিদল সবে রইবে রেণুতে তয়।
এসো গো ফাগুন করবো বরণ আছি যে প্রতিক্ষায়,
রঙে সৌরভে হৃদয় মাতিয়ে ধরা মাঝে এসো ধায়।