প্রেম তো শুধুই’না বলা কথা আর নীরবতা’ নয়
সে তো হৃদয়েরও গভীর আকুলতা
ও বুকের তোলপাড় ঝড়ের প্রবণতা
এই নাও,দু’মুঠোয় ধরো ঝড়ের প্রলয়
আমি উপচে পড়া হাওয়ায় জড়াবো তোমাকে
অগোছালো গোলাপের বনে
জানি,বানভাসি হবে তুমি
তোমারই বুকের নদীতে
বিপূল জলপ্লাবনে…
এই নদী সঙ্গমে ইচ্ছে করলেই ছুঁতে পারো আমাকে
জ্বালিয়েও দিতে পারো লকলকে আগুন শরীরে আমার
নিয়ে যেতে পারো আমাকে অক্ষর বানাতে
নির্জন নিভৃতে কোথাও
আমি অক্ষর বানাতে বানাতে অক্ষরেই
ভরিয়ে দেবো তোমার নক্ষত্রহীন স্তব্ধ আকাশ
ও শুনশান গলিপথের অপার শূন্যতা
আমি চাই, তুমি এভাবেই থেকো অনন্ত স্রোতে অন্তহীন
আমি আগুনের,জলের আর ঝড়ের প্রলয়ে
নিত্য নতুন হাওয়ার মল্লারে ভীষণ জড়াবো তোমাকে
তুমি দেখে নিয়ো এভাবেই আমরা
আরও কাছাকাছি হবো
আরও খোলামেলা হবো আগামী দিন
আরও মহার্ঘ হবে আমাদের এই প্রেম
কথা দাও আমাকে তুমি
কথা দিই তোমাকে আমি,এসো ।