সময়ের শরীর গুটিয়ে এলাম স্মৃতির তোরণে
যেখানে কিশোর চাঁদের চোখে
কিশোরী জ্যোৎস্নার দৃষ্টি স্ট্যাচু হয়ে আছে ।
কী এমন আশ্চর্য মাটির ম্যাজিকে
জ্যোৎস্নার জিন এসে জন্ম দিলো
প্রথম প্রেমের বোধ নির্বোধ চন্দ্রের বীজে !
পূর্ণ অপরিচিত রোমে রোমাঞ্চ বোধনের
আনন্দ শিখা কোটি সৌরঝড়েও কখনও নেভে না !
প্রথমার পাল তুলে সেই যে ভাসালে ,
আলোর নদীর স্রোতে বিষাদের বাঁক ভেঙে
পেয়েছি পূণ্য স্নানে জীবনের কোজাগরী স্বাদ ।
হয়তো ক্ষণিক পাওয়া
তবুও তা মাঝে মাঝে থেমে যাওয়া যাপনের
দীর্ঘ নিঃশ্বাসে
ময়ূরপঙ্খী দাঁড়ে এক ঢেউ প্রশান্ত প্রশ্বাস ।
জ্যোৎস্নার রূপকে অলি , তুমি প্রেমগুরু
প্রেমের পাপড়ি বাণে আমাকে মধুর জাগালে ,
আমরণ প্রেম ঋণ কীভাবে মেটাবো !