এক সাথে হেঁটে কাঁধ ছুঁয়ে,
অনেক তো হলো পথচলা,
আফসোস দেখি বেড়েই চলে,
কত কথা তবু যে না বলা!
বেড়ে চলে ঋণ দিন প্রতিদিন,
শিরা ধমনিতে প্রেম চনমনে,
কি যে হয় সামনে এলে তুই
মনে গুঞ্জন সুর আনমনে।
নিজেকে তবুও সবক শেখাই,
দেখা করার খুঁজি যে ছুতো,
আজও পথ হাঁটি আঙুল ছুঁয়ে
ঢাকা দেই যা কিছু আছে ক্ষত।
ডাক শুনি আমি অন্তর থেকে,
প্রেমে পড়া নাকি সত্যি বারণ!-
বয়েই গেছে মানতে সেই সব,
দেখা তো হবেই,কারণ অকারণ।