তোর জন্য অনায়াসে হতে পারি, অভিমানী চাঁদ!
তুই কি হবি তবে, এক আকাশ উজ্জ্বল নক্ষত্র ?
সাজিয়ে দিবি আমায় অপরূপ চুমকি শাড়িতে !
মেঘ কালো কেশদামে,পরিয়ে দিবি বিদ্যুতের মালা,
আমি বর্ষা হয়ে ঝরে পড়ব তোর কোলে ।
আমায় তখন আলিঙ্গনে নিয়ে, আলতো করে
ওষ্ঠে এঁকে দিবি, ভালোবাসার শ্রেষ্ঠ নিদর্শন চুম্বনে।
আমি বিগলিত হয়ে ,সোহাগে ভরিয়ে দেব তোকে।
আকাশ হতে সুগন্ধি ফুল হয়ে, নেমে আসবে
মেঘ পরীরা আমাদের সাথ দিতে ।
তুই আমি ভেসে যাব,মেঘের আড়ালে ,
ভালোবাসার সরনী বেয়ে অনেক দূর পথে,
লোকচক্ষুর অন্তরালে……..
হারিয়ে যাব, এই জনসমুদ্রের ভীড় থেকে,
সেখানে তুই আমি ছাড়া থাকবেনা কেউ।
উত্তাল আনন্দে, প্রেমের সাগরে ভেসে বেড়াব,
হিংসা-দ্বেষ, হানাহানি, স্বার্থপরতা সব ভুলে,
শুধুই ভালোবাসার অঙ্গীকার নিয়ে বেঁচে থাকব।
এমন ভাবেও বাঁচা যায়, সবাইকে শিখিয়ে দেব,
গোলাপের সুগন্ধ মেখে, ছড়িয়ে প্রেমের সৌরভ পৃথিবীকে বশে আনা সম্ভব।