অনেক বছর পেরিয়ে গেলেও
তুমি আছো সকলের বুক জুড়ে।
তোমার মহিমা, তোমার সরলতা–
চিরকাল রবে তোমারই সুরে সুরে।
“একই বৃন্তে দুটি কুসুম”
তুমিই ফুটিয়েছো একটি কাননে
হিন্দু-মুসলমানের মাঝে দেয়াল —
তুমি ভেঙেছো,বেঁধেছো প্রাণের প্রাণে।
তুমি বিদ্রোহী কবি নও শুধু , হে প্রিয়কবি
প্রেমের কবি যে তুমি, তুমি তো মহান নবী।
মানুষের মাঝে ভেদাভেদ ভুলিয়ে,করেছো রচনা
সাম্যবাদ। তোমার হয়না কখনো কোনো তুলনা।
ওগো দরদী ,ওগো দুখ-জাগানিয়া কবি,
কখনো ভাবোনি নিজেরে নিয়ে।
কখনো ভাসোনি সুখের সাগরে।
জীবনের সবটুকু দিয়েছো বিলায়ে
মানুষের পাশে সদা রয়েছো দাঁড়ায়ে।
কতগুলো বছর রইলে নীরবে তাকায়ে
বুকের গভীরে কি অব্যক্ত বেদনা সয়ে!
ওগো প্রিয়তম কবি,বলো এত অভিমান কেন
একা সয়ে, নীরবে বিদায় নিলে শুকতারা হেন!!