দুরে বহুদূরে
বাজে বাশিঁ
আকাশে কৃষ্ণঘণ মেঘ
রৌদ্রের পাখিরা
গায় গান
শিউলী শিশির চিঠি
সকালের সুরেলা কন্ঠে
খুলে যায় কোকিলের মাঠ
দেহদরজা
শরীর দুঃখের যোগফল
কথা নক্ষত্র ফুল
নক্ষত্র কাজল হৃদয়ে ফুল ফোটে
সময় মানচিত্রে শূন্যতা রংতুলি
তৃতীয় প্রহরে তৃষ্ণার্ত টেবিল
বাড়ি ফেরে
শিকড়ের মহাপৃথিবী
আমাকে শুনতে চায়নি
পাতায় পাতায় বসন্তের
বেহালা
ফেলে গেছে কান্নাভেজা নদী
বিপন্ন নিঃশ্চুপতা
নীল সামিয়ানা দুপুরে ভাত
স্বপ্পের শস্যবনে কাকতাড়ুয়া
অন্ধকার আর আমি
ব্রততী একদিন লিখবে
অশ্রুকলমে ভালবাসা
পেতে চাই অরন্যের বাহুতে
সাগর তৃষ্ণার একপৃষ্ঠায়
প্রেমের গভীর নীলবিষ
আর অন্যপৃষ্ঠায়
আমাদের নদী ঢেউ কথাগুলি