বিধবা হওয়ার দশ দিন পর ববি এসেছিল
দামুন্যার বাদামতলায়
চাঁদ তখন মধ্য গগনে
মৃতদেহ না পেয়ে উমা রসের শেষটুকু গলায় ঢেলে
পাশ ফিরে শোয় শ্মশানের মাঝি
জ্যোৎস্নায় মাখামাখি হয়ে পড়ে থাকে শূন্য হাসপাতাল
শুকনো পাতার খসখসানিতে একটা শেয়াল শুধু একবার ডেকেছিল
প্রভু আমিই প্রথম নষ্ট করি
ববির সাজানো ঘর_ দুয়ার
কোজাগরী পূর্ণিমাতে আমিই প্রথম ঘটিয়েছিলাম পাপ
দামুন্যাতে বাদামতলায়
কোন এক সর্বনাশা ঝড়ে
সার্কাসের বাঘ কে শিখিয়েছিলো
রক্ত খাওয়ার মন্ত্র
ইভই প্রথম খাইয়েছিল
সিংহদ্বারে দুটো সিংহই গুনতেছিল রাত
কাম আসলে রঙ্গালয়ে আলো নেভে
ফিট বাবুরা খুলে ফেলে রঙীন সাজপোশাক
প্রভু , ক্ষমা কোরো তাকে
যে আসছে রথে চড়ে
ববির কোল আলো করে
আলোর পুরুষ
পাপ নেই তার গায় ।
কারোর উঠোন জুড়ে গোপন করে
যদি পুঁতি বীজ
বীজের গায়ে নেই তো মাখা গোপন অপরাধ
প্রভু ক্ষমা কোরো তাকে_
শান্তি যদি দিতেই হয়
শাস্তি দিও আমাকে ।