রোদ ডেকে ডেকে হয়েছে ক্লান্ত পাখি
আঁধারের থানে আমরা ঠকেছি শুয়ে ,
সত্যের হাতে পরাতেই হবে রাখি
সভ্যতা শ্রম যাবে অসত্যে নুয়ে !
বিভেদের বীজ বেড়ে বেড়ে দাবানল
আগুন ছোবলে বৌদ্ধিক স্বাধীনতা ,
বিরোধী বিহীন তন্ত্রের কোলাহল
চাইছে জামিনে বিবেকের বশ্যতা ।
ফরফর ওড়ে মুদ্রার রাক্ষস
বাথরুম ফুঁড়ে বন্ডের নয়া বেশে ,
কবিতায় কাঁদে সময়ের আফশোষ
অক্ষর সুখ ভেসে যায় জলদেশে ।
তবুও পলাশ বসন্ত এলে গাছে
নদীদের মেঘে অপরাজিত’র নেশা ,
চৈত্র পুকুর ফোটে শ্রাবণের মাছে
পাহাড় দুপুরে ঝর্না নুপূরে হ্রেষা ।
অতএব এসো
চেষ্টার ফুঁ -এ বিশ্বাস রাখি শাঁখে ।
বৈশাখী আলো জাগালে আম্রভোর
প্রভাত ফেরীতে প্রত্যয় থাক বাঁকে
নববর্ষের জয় হোক , এনকোর !