আশা প্রত্যাশায় জীবন নদী
বহে আপন গতিতে,
আশা না থাকিলে নিরাশায় মন
চায় সদা বিষাদে রহিতে।
শুভ নববর্ষে করি তাই প্রার্থনা
এই প্রত্যাশা নিয়ে,
থাকে যেন সবে সুখ শান্তিতে
বাঁচে সুস্থ্য জীবন বয়ে।
আতঙ্কের স্মৃতি হয় যেন বিস্মৃতি
থাকে ভুবন বিমল,
হানাহানি আর রোগের অবসানে
হয় ভুবন নির্মল।
মা বোনেরা থাকে সুরক্ষিত
যায়না মিছি মিছি প্রাণ অকালে,
মাথার ওপর
থাকে ছাদ দীনজনের
পেট ভরে যেন খেতে পায় সকলে।
প্রতিটি ঘর হয়ে উঠুক সুখনীড়
শান্তি সুধায় মাখা,
সুখটা সদাই আছে সব অন্তরে
সযতনে রাখা।
মাঠে যেন ফলে সোনার ফসল
ভরা থাকে ধানের গোলা,
নিরক্ষরতাকে দূরে ঠেলে সবে
দেয় গলে শিক্ষার মালা।
ধন ধান্যে পুষ্পে পূর্ণ থাকে যেন
আমার এই বঙ্গ ভূমি,
বছর ভর একই রকম সৃষ্টিতে
থেকে যেও তুমি।
আমার এ ভূমি বড় আদরের
তোমায় ভালোবাসি,
সবাইকে রাখো সুখে শান্তিতে
তোমার কাছে তাই প্রত্যাশী।