সুপ্রভাত , আগামী দিন যেন হয় শান্তির ।
সবে মিলে এসো দু হাতে সরাই যত জঞ্জাল।
পৃথিবিটাকে করে তুলি সুস্থ। আগামি দিনে যারা আসবে –
বেড়ে উঠুক হাসতে হাসতে । খোলা থাক মাঠ ,
বয়ে যাক নির্মল বাতাস , আনন্দ থাক মনে ।
যত দেনা পাওনা , হিসেব নিকেশ –
স্থগিত থাক ভালবাসার অন্তরালে ।
হিংসা ভুলুক এ অশান্ত মন , বিভেদ , আতঙ্ক –
, হোক সব শান্ত । উঠুক না নব জাগরন ।
দিকে দিকে বড় অসময়, নদীতে প্লাবন ,
হাল ভাঙ্গা পাল ছেঁড়া । কে করবে পারাপার ?
পিছিয়ে যে যৌবন , শুধু আহবান ,
দক্ষ মাঝি কে আছ হও আগুয়ান ?
দেখ দিকভাল আলোর বিস্তার , উদাত্ত পৃথিবী ।
যেতে চাও যাও একাকি, সামনে দূর প্রান্তর ,
খোলা খোলা মন , অশান্ত জীবন ।
সবুজে ঢ়েকে যাক এ ভুবন ।