হে মহামান্য নেতাগণ
আপনাদের নিয়ে পাড়ায় পাড়ায়
চায়ের দোকানে দোকানে হাসি-ঠাট্টা মশকরা ও
আলাপ-আলোচনা করছে সাধারণ মানুষ।
ধীরে ধীরে আপনারা সকলের হাসির খোরাক হয়ে উঠেছেন
আপনাদের চালাকি আর ধূর্তামি কিছু পাবলিক ধরে ফেলেছে
সস্তার রাস্তায় নেতা মাতে ব্যস্ততায়
দিশেহারা পথিক হয়ে নির্বাক নাবিক সমুদ্র সাঁতরায়।