তারপর কেটে গেছে কত বিনিদ্র রজনী !
চোরা গলি ধরে আলপথে ,
হৃদয় সরণী বেয়ে ,
লক্ষ কোটি মাইলফলক ব্যবধানে ;
অসীম দূরত্বে বিলীন সীমারেখায় ,
দিকভ্রান্ত কিছু ঘূর্ণি ,
আছড়ে মরে কঠিন পলির গায় ।
জমাট যত বিষন্ন কালো মেঘ ,
হঠাৎ করেই নামলো অঝোর ধারায় ।
ফোঁটায় ফোঁটায় শ্রান্ত দুচোখ বেয়ে ,
ভিজছে কেবল তোরই প্রতীক্ষায় ।