প্রকৃতি মেতেছে গভীর মনোযোগে ধ্বংসের লীলা খেলায়,
সৃষ্টি সুখের উল্লাসে বাজে মহা প্রলয়ের মহা দুন্দুভি।
থমকে আছে বিস্তীর্ণ অসীম চরাচর,
নতজানু সময় গোণে অলস প্রহর।
রুদ্র রুদ্ধ রুক্ষ মহাকালের করাল গ্রাস
মহা জাগতিক আক্রোশে কেঁপে উঠে বারবার
ফুঁসে উঠেছে দীর্ঘ লম্ফিত প্রলয়ঙ্কর ঢেউ;
ঠাঁই নেই, নেই ঠাঁই, নিস্তারের সন্ধানে শুধুই হাহাকার।
দীর্ঘশ্বাসে শিউরে উঠে অন্তরাত্মা,
নীড়ের খোঁজে পথহারা সাঁঝের পাখির দল।
আঁধারে ছেয়ে আছে আলোর উৎসমুখ,
এ কোন অশনিসংকেত!
এ কোন শেষের শুরুর সুত্রপাত!
দ্বিধা হও ধরনী!
ফিরে যাও তোমার স্নিগ্ধ সবুজ সজীব পরিচিত ছন্দে।
এখন কেবল চলছে হিসেব কষার ক্ষণ
প্রকৃতি আজ নিয়েছে শতাব্দীর প্রতিশোধ ………..