সত্য কথা বলবো
সহজ পথে চলবো
ন্যায়ের কথা বলবো
দুশমনেরে দলবো।
সন্ত্রাসী কাজ করবো না
পরের কিছুই ধরবো না
সত্য থেকে নড়বো না
পরের ক্ষতি করবো না।
মিথ্যে কথা বলবো না
অসৎ পথে চলবো না
কাউকে দুঃখ দেবো না
জুলুম করে নেবো না।
ভন্ড নেতা হবো না
কাউকে কষ্ট দেবো না।
অনেক কষ্ট করবো
সোনার এদেশ গড়বো।