ওরা চলে গেছে যাক
চলে যাবে আরও সবাই————
শূন্য আকাশের তলে ফাঁকা মাঠে বসে আছি আমি একা
সোজা পথে হাঁটা যে এত কষ্টকর জানা ছিল না,
বড়ই কঠিন এই পথ
এ পথে কেউ আসতে চায় না।
সাথী নেই কেউ হায়
তবে কি মরে যাব হেথায়?
না; না; তা কি করে হয়?
আদর্শের প্রণয় হৃদয়ে নিয়েছে আশ্রয়
তবু ক্ষমতার প্রত্যয় তাড়া করছে আমায়।
সজাগ চোখে দেখি অকপটে সামাজিক দৃশ্য
ছ্যাবলামি করছে আজকের নেতাগণ
সমাজ সেবায় ভন্ডামি; দুর্নীতি;———
তাহাদের কাছে যেন তা রসময় রহস্য।