দলছুট মেঘের মতো বসে আছি উপত্যকার বাসে
পাইলটহীন প্রকৃতির পাতায় সর্ষের পিচ্ছিল উপমা
খাদ্যের খোঁজে অবিশ্রান্ত পৃথিবীর আদিম পাকস্থলী
শ্বাসের জোগানে দিবারাত্র খেটে যাচ্ছে মহান হৃৎপিণ্ড
যুদ্ধের লাভ খতিয়ান কষছে রণনৈতিক সভ্যতা
কোনও দেশকে বিবর্ণ মনে হলে প্রমোদতরণী প্রস্তুত
জনজাগরণের জোয়ার থিতিয়ে গেলে
কালের কণ্ঠে প্রতীকী মোমবাতির বুনিয়াদী উদ্যম ধ্বনি
রোদ নিভে এলে মন খারাপের রাতে
চলো লাসভেগাস জুয়ার হস্তিনাপুরে
বনবাসের পাট চুকিয়ে চলছে অজ্ঞাতবাস
শমীবৃক্ষে তোলা আছে প্রতিবাদ
রিপোর্টিংয়ের শব্দ শ্রমে ক্লান্ত আমি
গন্তব্যের বাস থেকে এখনও নামিনি
প্রকৃত পথিকের অপেক্ষায়
সূর্য গুনছে ভোর এক দুই তিন…