ভোর বেলা খুশি মেলা পাখি খেলা করে,
কত সুর ভরপুর সুমধুর স্বরে।
ফুটে আলো ঘুচে কালো সব ভালো লাগে,
নীলাকাশে মেঘ ভাসে রবি হাসে রাগে।
বনতলে পলে পলে পুষ্প দলে জাগে,
প্রজাপতি ব্যস্ত অতি দ্রুত গতি ভাগে।
নদী জলে ত্বরা চলে দলে দলে তরি,
মাঝি তায় গান গায় দেবতায় স্মরি।
বাগে বাগে সুখে জাগে নানা রাগে কলি,
বাগ পাশে মধু আশে ছুটে আসে অলি।
বৃক্ষ তলে দিঘি জলে ভেসে চলে হাঁস,
খেলে দুলে গ্ৰীবা তুলে কূলে কূলে রাশ।
মন বীণ বাজে ক্ষীণ তুমি হীন তায়,
বিরহিত নিরতীত বিমোহিত প্রায়।
মধুমাস সুখ খাস ফুল বাস ভরা,
রঙে রঙে নানা সঙে সাজে ঢঙে ধরা।
বায়ু বয় মধুময় ধীর লয় সাথে,
খুশি মনে পক্ষী গণে বনে বনে মাতে।
নৌকা টানে ঘাট পানে মাঝি বানে হায়,
জেলে জালে ধরে তালে মাছ পালে ছায়।