শব্দারণ্যে হারিয়ে যাওয়ার আগে
সন্ততি তোর জলতরঙ্গে পেয়ালা-ডুব থাক ,
লৌহ -গলা ভাদ্র রোদের রাগে
ক্লান্তি নামুক , ঈষৎ বৃষ্টি শির ঝুঁকিয়ে যাক !
শ্মশান-ফুলের গন্ধ পাওয়ার আগে
সন্ততি তোর তপ্ত পরাগ মৌমাছি-গান গাক ,
চিরহরিৎ মেঘমল্লার রাগে
নিভন্ত ধুম্ ধামাল নদী স্রোতের আয়ু পাক !
সবুজ জন্মে শপথ নেওয়ার আগে
সন্ততি তোর গরল গ্রহে নীলকন্ঠ হবো ,
এঁটেল ভিতের শরীরী সংরাগে
অখন্ডিত আসব যাবো নিত্য নব নব !
দেওয়াল চিত্রে স্মৃতি হওয়ার আগে
সন্ততি তোর নক্সীকাঁথায় ফুল ফুটিয়ে যাবো ,
প্রধান বটে অশথ মায়া জাগে
দুধে ভাতে পৌনপুনিক’ ঈশ্বরী’ বাঁচাবো !