গোপন কথার মত পোশাক আড়ালে তুমি
যা কিছু করেছ গোপন,
রাত্রি এসে খুলে দেয় তোমার সে
সুগোপন কক্ষ বাতায়ন!
ভোরের শিউলির মত
খুলে পড়ে সাজ,
খুলে যায় লজ্জা বাস
উন্মুক্ত আকাশ।
সে আকাশে চাঁদ ওঠে,
তারা ফোটে,আলো আর আলো,
কখনো বা কৃষ্ণ মেঘে ছেয়ে যায়,
ঘোর অমানিশা, কালো আর কালো!