ঘিরে আছে শব্দ- হাত শব্দ -হীন ভীড়ে
কিভাবে একাকী হবো পৃথিবীর নীড়ে ?
রসের শিকড়ে রস বেদানা বিন্যাসে
কেন বা ভাসিয়ে দেবো ভাটির সন্ন্যাসে !
প্রথম মুখের মায়া ধরে আছে আয়ু
সবুজ রেখেছে মন মৌসুমী বায়ু ।
আগামী ভাবনা বীজ অপেক্ষায় আছে
কে ফোটাবে অনুবাদ কবিতার গাছে ?
পেয়েছি মোমের স্বাদ , গলে হবো আলো
এমত আশার লোভ সময়ই বাড়ালো ।
যদিও বেড়েছে ছায়া বিকেলে দাঁড়ালে
কে পারে টলাতে স্মৃতি , স্মৃতি না ছাড়ালে !