কাঠবেড়ালি, কাঠবেড়ালি, পেটুক তুমি ভীষণ ।
এদিক-ওদিক ঘুরেফিরে, খাচ্ছ সারাক্ষণ ।
বাতাবি লেবু খুবলে খেলে ।
আমসত্ত্ব কোথায় পেলে ?
চুরি করেছো বুঝি ,
শান্তির মা লাঠি নিয়ে ,
করছে খোঁজাখুঁজি ।
বানিয়ে আচার মায়ে ঝিয়ে ,
রৌদ্রে দিল ছাদে ।
কে পালালো আচার নিয়ে ,
দেখলো খানিক বাদে ।
ধরা তুমি পড়লে এবার ,
নেই প্রশ্ন মুক্তি দেবার ,
কথাটি রেখো মনে ।
লেজে দড়ি বেঁধে তোমায় ,
আসবে ছেড়ে বনে ।