গনেশ বসে ব্যাগটা গোছায়
যাবে মামার বাড়ি,
খেতে পাবে সেথায় গেলে
মন্ডা মোদক কাঁড়ি।
মা হেসে কয় এখন তো নয়
আছে অনেক দেরী,
মিছে কেন ব্যাগ গোছানো
আহাম্মুকের ঢেরী।
বর্ষা এখন মর্তপুরটা
ভাসাচ্ছে রে জলে,
রাস্তাঘাট বন্ধ হলো
আবহাওয়া বলে।
সরু লখু দিদির কাছে
সকাল বিকেল বসে,
লেখাপড়া করনা বাপু
অঙ্কটা শেখ কষে।
কার্তিক দাদা নয়কো হাঁদা
কেমন বুদ্ধি রাখে,
দিগগজ হবার সাধটা নিয়ে
পড়াশোনায় থাকে।
শোন্ রে বাছা গনু সোনা
ব্যাগটা রাখনা তুলে,
আশ্বিন মাসে যাবো সবাই
ফুটলে কাশের ফুলে।
মর্তপুরে মামার বাড়ি
করবি তখন মজা,
লাড্ডু মিঠাই মোদক সাথে
পাবি এন্তার গজা।