ভোরের হাওয়ায় আজ পাঠালাম তোর জন্যে ফুলের সুবাস,
শুভেচ্ছা আর আদরও নিস প্রাক্তনের এ মেদুর বিভাষ।
মনটা আজও হু হু করে জানিস নাকি উপায় বা কি?
সেই সেদিনের আলিঙ্গনে আজও মনে হাসিস নাকি?
ইচ্ছা করে দিই পাড়ি দিই অনেক দূরের তোর ঠিকানায়,
ভাবতে বসি সেটাই কি ঠিক হয়তো এখন তোর অসময়।
আজও তেমন কটাক্ষ-বান হানিস নাকি সবার বুকে,
এক বানেতে ঘায়েল ক’জন ক’জন মরে মনের দুখে।
আকাশ বাতাস উথাল পাথাল মন কেমনের সেদিন গুলো,
ভাল্লাগেনা মন না পেলে সব গুড়েতেই পথের ধূলো ।
আদর সেকি শুধুই আদর সব ব্যঞ্জন মাখামাখি,
তবুও যে তার স্বাদ আলাদা মিষ্টি চুমুর সুবাস চাখি।
আজকে যখন ডাক পাঠালি মনের মাঝে কি বীণ বাজে,
পাগল পাগল মনটা উদাস তোর নূপুরেই মনটা নাচে।
হয়তো আছিস অনেক দূরে তবু তুই আজ হৃদয় পুরে,
আর কথা নয় এবার ঘুমা মিষ্টি স্বপন দেখিস ভোরে।