এখনো অনুভবে একটি শরীর-
নরম তাল তাল কিছু আবেগ মাখানো ভালোবাসা
প্রতিক্ষ্যার দরবারে সাজানো কিছু নজরানা
মিথ্যার বেসাতি করে।
মধ্য রাত্রি হেঁটে যায় নীরবে
কিছুক্ষত আঁকড়ে এখনো শ্বাসটানি,
বার্ধক্য মস্করায় প্রতিনিহত –
স্মৃতির আরশি মেলে ধরে সম্মুখে।
তবে কি জনান্তিকে বলেছে কথা
যা কিছু সম্বল দুর্বল পায়ে,ক্ষয়ে যাওয়া পাঁজরে লুক্কায়িত, রাতশেষে সেই প্রতীক্ষাই –
ডানামেলে ফিরে আসে চক্রাকারে পুনার্বিভাবে।
বেলাশেষে নিক্কন ধ্বনি
উর্দ্ধে আহরণে আকৃষ্ট,দুহাত বাড়ায়-
আজও দুচোখে হারায় প্রিয় রোমন্থন।
আমার দীর্ঘ অপেক্ষা কথা বলে,অনন্ত ..