জীবন খাতার সাদা পাতায়
ছুঁয়েছিল অনির্ণীত বিভীষিকা,
ফেলে আসা জীবন সংগ্রামে
কি পেয়েছি হয়নি তো দেখা !
শোণিতে বহে সুপ্ত এক আর্তনাদ
কখনো বেজেছে নৈঃশব্দ্যে ডঙ্কার,
স্রোতের টানে তীর ভেঙে যায়
মুছে যায় অপ্রাপ্তির হাহাকার ।
তাই বর্ণের প্লাবন কলমের আগায়
অন্তরাত্মার ভাষা বোঝে প্রতিবাদী সঙ্গিনী,
জীবনলিপিতে ধায় ভালোবাসার নির্যাস
প্রণয়ের মহার্ণবে পুনর্জীবিত বিহঙ্গিনী ।