ঘরের পাশে পুকুর ধারে
মারছে শেয়াল উঁকি,
হাঁসগুলো তাই চেঁচায় ভয়ে
নিয়ে প্রাণের ঝুঁকি।
জলকেলি সব ভুলে গিয়ে
ডানা ঝাপটায় জলে,
শেয়াল এলে ডুব সাঁতারে
লুকায় জলের তলে।
শেয়াল ব্যাটা চালাক অতি
লুকিয়ে ওত পেতে,
বসে গিয়ে চুপটি করে
পাশে আখের খেতে।
দেখতে পেয়ে চাষি ভায়া
মারলে লাঠির বাড়ি,
হুক্কা হুয়া ডেকে দ্রুত
জঙ্গলে দেয় পাড়ি।