সত্যিই কি আর ডাকবে না আমায়
কন্ঠ রয়েছে তার পাখির গলায়।
পাখির স্বরে বাবার কথায়
রোজ সে ডাকে আমায়।
বাবা আমার রয়েছে বারান্দায়
ঠিক বসে যেন মনে হয়।
রোজ এসে সকাল বেলায়
বসত একটু চায়ের আশায়।
ডাক্তারের নির্দেশ মানায়
রেগে যেত সে বেজায়।
ছিল না আমার অন্য উপায়
সকল খাদ্যই ছিল নিষেধ প্রায়।
সে যেন কোলের শিশু অবলীলায়
বার্ধক্য অবচেতনায় যাবার বেলায়।
তৃষ্ণার জলটুকুও ছিল তার মাপা
সে ছিল আমার স্নেহধন্য বাবা।