বর্ষার মেঘে যদি এতো মুগ্ধতা তোমার
দাবানলের মতো যদিএতো দাউদাউ অহংকার
যশোধরা মুখে তবে জীবনের গান শোনাও
ফোটও ফুল দিনরাত অকুল পাথারে
ঝরাও আলোর রেণু ধবধবে জোছনায়
জাগাও সাড়া সেই আলোক সম্পাতে
জ্বলছে সময়, পুড়ছে সময়
জ্বলছে চোখ, পুড়ছে হৃদয়
স্বরে ও সুরে যদি এতোই ফোটে স্বর্ণ কমল
নিঃস্ব এবুক আলোর মতো ভালোবাসায় ভরিয়ে দাও
নীরবতাই যদি তোমার সমর্পণের সম্মতি
সংকেতে ঢেউ তুলে নিপুণ প্রবাহ জাগাও
দাঁড়াও মুখোমুখি এসে একা একান্ত কাছে
দুর্বিনীত প্রেমে রৌদ্র-দগ্ধ দুপুর
আর দুপুরের নিদাঘ-দহন মুহূর্ত ভাসাও
নিজের ভবিতব্য নিজেই তুলে নাও নিজের মুঠোয়
জানি একাজ তোমার কাছে কতটা দুরূহ
আমি তাই শুধু তোমার পিছুটান হতে চেয়েছিলাম মাত্র ।