এতোদিন ধরে লিখেছি তোমাকে নিয়ে
আমার যা কিছু দিয়ে গেছি নিঃশেষ ,
এবারে চাইছি আগুন পুড়ুক ঘিয়ে
তোমার হাতেই রাখো কবিতার রেশ ।
উৎসেই ছিলে , বাঁকের বেদনা জানো ?
অংশত হোক , ছুঁয়ে থাকা দরকারি ;
ভাসতেই হবে যত থাক অভিমানও
ভালো না বাসলে উড়ে যায় শুকসারি !
অতএব এসো চূড়া ছেড়ে উদাসীন
পিঁড়ি পেতে আছি তোমার কবিতা হবো ,
শব্দের ঋণে দেউলিয়া কাটে দিন
তৎসম থেকে হয়ে গেছি তদ্ভব !
তোমারই জন্য হয়েছি তো বেহিসেবি
লোপাট করেছি শব্দের পরমায়ু ,
মানসী আমার , একবার সাজো দেবী
প্রশ্বাসে দাও অলকানন্দা- আয়ু !