সবুজ মায়ায় পাহাড় ডাকে,
রূপের মাধুরী নয়নে আঁকে।
শ্যামল বরণা বুকের ভাঁজে
সুন্দরী ঝরণা রূপালী সাজে।
অজানা বিচিত্র ফুল বাহার,
নয়ন নন্দিত রূপে পাহাড়।
এঁকেবেঁকে পথ পাহাড় গায়ে,
নেমে গেছে কোন অচিন ঠাঁয়ে।
সবুজ ঘাসের গালিচা পরে,
ফড়িং সুখেতে খেলা যে করে।
পাহাড় ঘেঁষিয়া ছুটে তটিনী
সোহাগী চপলা রাজনন্দিনী।
বরফে পাহাড় মাথাটা ঢাকে,
টুপ টুপ টুপ শিশির মাখে।
রোদ্দুরের তাপে বরফ গলে
পাহাড়ের ঢালে বহিয়া চলে।
বিহগের সুরে মধুর তানে,
ছন্দিত দোলায় ছড়ায় গানে।
পাহাড়ের রূপে বিহ্বল চিত্ত
প্রভু দানে মিলে পরম বিত্ত।