পাশফেল থেকে শুধু ফেল যদি উঠে যায়
পাশ একা ভ্যাবাচাকা প্রাণ করে হায় হায় !
শুধু পাশ নিষ্প্রভ ফলাফলে প্রত্যয়
ফেলহীন পাশ যেন অসুখেই আলোময় ।
ফেল বিনে বেপরোয়া অপরাধে শিশুমন
অগোচরে পড়াশোনা নিস্তেজ আয়োজন !
শুধু পাশে জীবনটা আয়েশেই আলোনা
রাতহীন দিবালোক একদম ভালো না ।
ফেল বিনে একতারা সুরহীন মূর্ছনা
একঘেয়ে মুগ্ধতা কাব্যের বঞ্চনা ।
শুধু পাশ অভিলাষ উদাস এক রমণী
নেই শ্বাস উচ্ছ্বাস অবকাশে যামিনী ।
পুষ্পিত কাননে শোভে রয় পুষ্প
মধুকর আসে না তো সুঘ্রাণে শুষ্ক !
ফেল আছে বলেই তো পাশের এত মহিমা
ফেলে সব গড়াগড়ি পাশ হলে গরিমা ।
ফেল যেথা চিরায়ত পাশ হল সৌরভ
তৃপ্তির অনুভূতি নন্দিত গৌরব ।
দিনরাত ঝংকৃত উজ্জ্বল অংশু
বিভাবরী গর্বিত পেয়েছে সুধাংশু !
সেই মতো পাশ ফেল পাশাপাশি সহবাস
আসে যদি ঝঞ্ঝা চেষ্টায় তমো নাস !
কাঠফাটা গ্রীষ্মে দগ্ধতা সীমাহীন
বর্ষার আগমনে উল্লাসে বাজে বীন ।
তেমনই তো আলোছায়া এ জীবন মধুময়
পাশ ফেল আছে ব’লে স্বঘোষিত সব জয় !
পাশ ফেল পাশাপাশি চিরকাল একই থাক
উৎসাহ উদ্যমে মলিনতা মুছে যাক ।