মনে হয় এই বার সব কিছুর শেষ হওয়ার দরকার
কি লাভ! বৃথা কষ্ট পাওয়া
যা কখনো হওয়ার নয় তারই কল্পনা করা
মরুভূমিতে পথ হারিয়ে মরূদ্যান খুঁজে পাওয়া
নিছক কল্পনা ছাড়া আর কিছুই না।
মরীচিকাকে মরূদ্যান ভেবে বারবার ছুটে যাওয়া
আর বারবারই হতাশ হয়ে ফিরে আসা,
জানিনা, ঈশ্বর কি নির্দিষ্ট করে রেখেছেন
এই পথ হারা পথিকদের জন্য ।
লোকে বলে, ‘এক জন্মে পাপ করলে
পরজন্মে তার শাস্তি নির্ধারিত ‘
সত্যিই কি তাই!
পরজন্ম বলে কি আছে কিছু?
আর যদিও বা থাকে,
তাহলে এক জন্মের অপরাধের শাস্তি পরজন্মে কেন?
কেন এক জনমেই পাপ পুণ্যের হিসাব শেষ হবে না?
যদি সে জানতেই পারলো না, সে কিসের শাস্তি পাচ্ছে!
তাহলে কিসের পাপ পুণ্য।
আসলে মানুষ যখন সুখে থাকে, আনন্দে থাকে
তখন তার পাপ পুণ্যের কথা মনেই আসেনা
আর যখন কষ্টের দিন শুরু হয়
দোষারোপ করে গতজন্মের পাপ বলে!
আসলে মানুষ যে বিশ্বাস আর ভালোবাসাকে
আঁকড়ে ধরে বাঁচতে চায় —
সেটা যখন একটু একটু করে দূরে চলে যায়
আর স্বপ্নগুলো ভাঙা কাঁচের মতো চূর্ণ -বিচূর্ণ হয়ে যায়
তখনই পাপ পুণ্য, গতজন্ম পরজন্ম, স্বর্গ মর্ত
এই সব কিছুর হিসাব কষা শুরু করে।
অনবদ্য লেখনী শ্রদ্ধেয়, লেখনী পাঠ করে অনুপ্রেরিত ও আনন্দিত শ্রদ্ধেয় কবি, শুভেচ্ছা ও অভিনন্দন নিরন্তর সুপ্রিয় কবি ✍️✍️✍️??