সবাই কবি! বলুন কোথায়
পাঠক খুঁজে পাই,
যেথায় যাই, সেথায় কবি,
পাঠকের দেখা নাই।
অবশেষে গান ধরেছি ভাই,
কোথায় পাঠক পাই,
পাঠকের দেখা নাই রে,
পাঠকের দেখা নাই!
সবাই কবি ভাই আমাদের এই
মহান কবির-রাজত্বে,
নইলে মোরা কবি সভায়,
যাইবা কোন্ অর্থে?
যা খুশি ভাই লিখতে পারো
ছাপার ভাবনা নাই,
ফেসবুক আছে হাতে ধরা
চিন্তা কিসের ভাই।
কবি হতে যে লাগে না মেরিট,
লাগেনা ছন্দ জ্ঞান,
ঠাকুর রবির গদ্যরীতির
অবাধ অভিযান।
পাঠক যে নাই,ঠক আছে ভাই,
পাঠক কোথা পাই,
বোদ্ধা পাঠক, কজন আছে,
(আছেন)পিঠ চাপড়ানো ভাই।
হাত গুনতি, আসল পাঠক,
পাঠকের অভাব তাই!