ডাকছে শোনো গাছের ডালে
ভোরাই পাখি ছন্দ তালে।
মধুর সুরে
পরাণ জুড়ে।
হিমেল ছোঁয়া আঁখির পাতায়
খোকা খুকু চোখ মেলে চায়।
কুসুম বাগে অনুরাগে
অলির মনে আবেশ জাগে।
ফুলের গালে
সোহাগ ঢালে
যতো দেখি লাগছে ভালো
হৃদ- মাঝারে আলোয় আলো।
ঝোপে- ঝাড়ে সাঁঝের বেলা
ঝিকিমিকি ঝিঁঝিঁর মেলা।
খুশির রাশে
মনটা হাসে।
প্রভুর পায়ে হৃদয় টানে
প্রকৃতির এই অরূপ দানে।