পাখিরা যে নীড়ে ফেরে বেলা টুকু গেলে,
সব নদী যেতে চায় মোহনার পানে।
যে যেখানে থাক কেন সুখের আশায় ,
দিন শেষে ফেরা তার সে ঘরের টানে।
বুক ভরা আশা নিয়ে যারা বোনে বাসা,
সহজে কী কেউ তার নীড়টি হারায়!
পরিযায়ী হয় কেউ বৃথা ভালোবেসে,
মরুতে হারায় নদী শীর্ণ ধারায়।
দোলাচল মনে তবু প্রাণে ভালোবাসা ,
যত ই হোক না কেন ভয়ে দিশাহারা।
পাখির পাখায় যবে আলোক লুকায়,
আকাশেতে একে একে ফুটে ওঠে তারা।
সূর্য পড়লে ঢলে, আলো যায় মরে,
বেচাকেনা সেরে ফেরে হাটুরের দল।
সন্ধ্যা প্রদীপ জ্বেলে তুলসী তলায় ,
বধূটি প্রণাম করে গলায় আঁচল।
যেভাবেই হোক কেন ফেরা চাই নীড়ে,
দিন শেষে সেই টানে ভরে ওঠে বুক।
সন্ধ্যা নামলে ঘরে আসে তাই ফিরে,
খুঁজে নিতে চায় তারা এক মুঠো সুখ।