আজ আমি পরাস্ত
একদিন ছিলাম শত ব্যস্ত
তবুও এই ব্যর্থ জীবনকে করি অভ্যস্ত
জীবনে জীবন নাই;
কেউ করে নাই আশ্বস্ত,
অতি নগণ্য পাতার মাপে–
এখনো আমাকে সবাই মাপে
মরে যাই কষ্টে; মর্মে; সেই অনুতাপে
তারা বড় সুপুরুষ; আমি আজ ক্লান্ত
তারা হয় বিভ্রান্ত; আমি পরিশ্রান্ত
বৃথা কৌতূহলে পথিকের পথ ভ্রান্ত।
আমি শান্ত; তুমি শান্ত
আমি ম্লান; তুমি ম্লান
আমি স্নাত; তুমি প্রাত
তবু কিছু এসে ফিরে যায়
একবার কি যেন এসে ফিরে গিয়েছিল?
তার মায়াতে কারা যেন কেঁদেছিল?
তোমার মায়ায় আমার কোন ছায়া পড়েনি
এত বড় পৃথিবীতে–
কেউ আমায় মানুষদের মাঝে ধরেনি।