বসুন্ধরার শ্যামল দেহে
অসাড় ভালের ভিত নাড়িয়ে,
সেদিন চলেছিলাম।
ভাবিনি সেদিন,
দূর্বার শ্যামলীমাখা গন্ধ আজ
বারুদে হবে প্রস্ফুটিত।
অপরাহ্ন না আসতেই আজ
রবি বিদায় জানায়।
নেই কালবৈশাখীর ঝঞ্ঝা,
নেই তপ্ত দুপুরের লু
কিংবা রাস্তার ফাটল।
শিশুদের আমের নেশা
সেটাও আজ নেই।
আজে শুধু বীভৎস অতীত
যে বর্তমানের সংজ্ঞা গেছে ভুলে।
আর আছে যন্ত্রের যন্ত্রণা
যার মন্ত্রণায় জীবন হয়েছে নীরস।