কোন যুবতী হেঁটে যায় পথ ধরে
হাসির ছলে তার মায়াগুলো ঝরে পরে
মেঘের বাগান যেন মাথা জুড়ে তার
মিষ্টি সেই মুখমন্ডল নেই এক ফোঁটা অহংকার
তাকিয়েছি দূর হতে দেখিনি সরাসরি
মনে হয়েছিল ওগো ;সুন্দরী তুমি খুব দরকারি
মুখে তার চাঁদ আঁকা হাসি হয় জোসনা
দাঁতগুলো সাজানো ;শরবতে ভেজানো মুক্তোর দানা
গাল টোকা আমলকি ;ইস কিযে করি
ঠোঁট যেন জবা ফুল ;কানে ঐ হীরের দুল
অদূরে ঐ হয়ে যায় অধরা ; বিধাতা কেবলই করে ভুল ।
হেঁটে চলে ঢেউ ছলে
দর্শক যাত্রী ,দর্শক প্রেমিক ,দর্শক জগৎ ,সেই যেন মহৎ
পিচঢালা রাস্তায় তোমার সুবাস মাখি
তোমারই কৃতদাস হয়ে রই তোমারে ভালোবাসিব বলে ।