হয়তো আমাকে দেখতে চেয়েছো তুমি
পারিজাত পাতায় পত্র লিখেছো তাই
মনে মনে আমি তোমার নয়ন চুমি
আকাশ কুসুম স্বপ্নে ভেসে যাই।
বহুদিন হলো মিলিত হইনি দোঁহে
বিরহানলে পুড়ছে মন বেদনায়
চিঠিখানি পেয়ে মন ভরে প্রেম মোহে
বান আসে মোর মরা নদীর সোঁতায়।
স্মৃতির পাখে উড়ে চলে আবেগিক মন
এই ক্ষণে তোমায় কাছে পেতে চায়
মনেতে সদা বিষাদের অনুরণন
চিঠি পেয়ে মন আজ তব পিপাসায়।
মিলনের সোপান বুঝি তব এই চিঠি
ফাগুন রঙের আবেশে ভরায় দিঠি।