তুমি যে আগুন নিভাতে চেয়েছিলে তা কি তুমি নেভাতে পেরেছো?
তুমি যে আলো জ্বালতে চেয়েছিলে তা কি জ্বালতে পেরেছো?
যে জ্ঞান তোমাকে অন্ধ বানিয়েছে তাকে তুমি ত্যাগ করতে পেরেছ?
যে সাধনার সাধক তুমি হতে পারোনি তুমি তা নিয়ে পুনরায় ভেবেছো?
তোমার যে সকল অভ্যেস তোমাকে কালিমালিপ্ত করেছে এবং করছে তুমি তাকে বর্জন করতে পেরেছ আজও?
এই প্রত্যেকটি না পারার কথা কখনো খতিয়ে দেখেছো?
এর সবগুলোই তোমার করার কথা ছিল
সবগুলোই তোমার পাড়ার কথাও ছিল
আজকাল গড়ার চেয়ে ভাঙ্গাভাঙ্গি বেশি হয়
বাঁধনের চেয়ে বাঁধন ছেড়ার ঢল বেশি
শপথ গ্রহণের চেয়ে শপথ ভোলার চল বেশি
আজকাল জীবন গড়ার চেয়ে——-
জীবন নাশের নিয়ম প্রক্রিয়ায় সবাই বেশি আশ্বস্ত হচ্ছে
এই সমস্ত ধ্বংসলীলার বিষয়গুলো তোমাকে একটুও ভাবিয়েছে?
সমাজের প্রতি তোমার ভূমিকা সম্পর্কে বিন্দুমাত্র মাথা ঘামিয়েছো?