পেলিকান-মা-র বাচ্চা যখন
ক্ষুধায় কাতর হয়,
নিজের বুক ক্ষত করে সে
শাবককে খাওয়ায়।
চঞ্চু দিয়ে নিজের বুক সে
নিজেই ক্ষত করে,
ক্ষতস্থানের সেই রক্ত চুষে
শাবকের পেট ভরে।
ওই যে দেখ পক্ষী মাতা
খাবার খুঁজে বেড়ায়,
চঞ্চু পুটে ফড়িং ধরে
শাবকের মুখে দেয়।
এমন ধারা সব মায়েরই
সন্তান-ভালোবাসা,
মায়ের চেয়ে আপন কে আর,
সবার আশা-ভরসা।
বড়ো হয়ে সেই মাকে বলো
ক-জন মনে রাখে,
ডানা পাখির শক্ত হলে,
ছেড়ে সে যায় মা-কে।
মা-সে-তো ‘মা-ই কিন্তু
সকল জীবের কাছে,
হোক সে পাখি, হোক সে পশু,
মা-র মতো কে আছে?
নিজে না খেয়ে মা যে তার
সন্তানে খাওয়ায়,
মায়ের মতো ভালোবাসে
কে আর দুনিয়ায়।