নেতাজী ————-
সুভাষচন্দ্র বসু আমাদেরকে হন ?
নেতাজী ————-
সুভাষচন্দ্র বসুর সাথে আমাদের কিসের পরিচয়?
তিনি এই বিশ্ব সমাজে —-
ভারতবর্ষের জন্য কি উপহার দিয়েছিলেন?
কেনই বা প্রতিবছর তেইশে জানুয়ারিতে–
নতুন করে আমরা স্বাধীনতার স্বাদ আস্বাদন করি?
এইসব প্রশ্নের উত্তরগুলো কি–
সঠিকভাবে প্রজন্মের হাতে তুলে দিতে পেরেছি আমরা?
আমরা কি আমাদের ——
রাষ্ট্রীয় দায়ভার সম্পূর্ণভাবে নিতে সক্ষম হয়েছি?
নাকি দায়সারা কর্মপদ্ধতির —-
মাধ্যমেই দিন যাপন করছি আমরা?
দিনের শেষে আমরা কতটা রাষ্ট্রীয় নাগরিক হতে পেরেছি?
নেতাজী ———–
সুভাষ চন্দ্র বসুর আদর্শকে স্মরণ করতে গেলে
এরকম হাজার প্রশ্ন আজ বুকে এসে ধাক্কা মারে,
যে প্রশ্নের উত্তর সত্যি সত্যি আমরা দিতে পারছি না।
তাই নতুন করে,
নেতাজী ———-
সুভাষ চন্দ্র বসুকে ভাবতে শিখতে হবে
তাই নতুন করে —
আবার প্রকৃত স্বাধীনতা কি তা জানতে হবে
নেতাজী সুভাষচন্দ্র বসুকে—
প্রজন্মের কাছে আরো আপন করে পৌঁছে দিতে হবে
পরাধীনতার গ্লানি মুছে দিতে–
নেতাজীর আবির্ভাব স্মরণ করতে হবে
স্বাধীনতার আনন্দ উপভোগ করার সময়ও নেতাজির মনোভাবকেই অনুসরণ করতে হবে।
তবেই আমরা ভারতবর্ষকে বিশ্ব সভায়—
উন্নত হতে আরও উন্নততর প্রমাণ করতে পারব।
তবেই আমরা ভারতবাসী হিসেবে —
বিশ্ব সভায় মাথা উঁচু করে দাঁড়াতে পারবো।