লেখা যেন এক ধরণের বিধংসী মার
যাকে নিয়ে সারাবেলা কাটে আমার।
জামার ফাঁকে ঢুকে পড়ে শব্দগুলো
যেন ওরা শব্দ তো নয় নীল জোনাকি
শরীর জুড়ে আলো দিতে দেয় না ফাঁকি।
শব্দগুলো পাহাড় ডিঙায় সাগর ভাঙে
নীল তারারা দেখতে সে সব
আকাশ থেকে একটু যেন নীচে নামে
তারপরে সব কোন দিকে যায় কোন সুদূরে
শব্দ গুলো হারিয়ে যায় উড়ে উড়ে দূরে দূরে।