কেমন করে তোর চোখে চুপ জল ফড়িং
বিষ বিকেলেও উঠছে বেজে ভৈঁরো বীণ
তোর নদী ডাক শুনতে পেলো দূর হরিণ
জিরানকাটের রস হয়েছিস , তুই জানিস ?
তোর গলাতেই সুর বেঁধেছে কোকিল গান
ভাসতে ভাসতে তোর হাসিতে থামলো বান
চুলের মেঘে জলপ্রপাত পথ হারান
তোর অরণ্যে হরিনাভি , তুই জানিস ?
তোর ছায়াতে একশো সূর্য ঈগলু ছাদ
অন্তঃমিলে জ্যোৎস্না বোনে চরকা চাঁদ
জাগলে শরীর বৃন্তে কদম ,জন্ম সাধ
সেই শরীরে স্বপ্ন লিখি , তুই জানিস ?